ও চাঁদ!
কীভাবে যে বোকাই তোকে আকাশি মশকরা!
ইদ সোহাগি একফালি চাঁদ একটু নীচে তারা।
বলল সবাই শুক্রগ্রহণ মানছি না তাও ভুল;
দেখলাম যে লতির নীচে চৈতী চাঁদের দুল।
ভ্রূসন্ধীতে টিপ পরেছিস দেখলাম যে আমি;
চন্দ্রহারে শুক্রপুঁতি বিলাপি মরশুমি…
জনান্তিকে আলোচ্যমান চুপ রয়েছি নচেৎ;
চাঁদটা পেড়ে ঝুলিয়ে দিতাম প্রাঙ্গণেতে লকেট।
Reviews
There are no reviews yet.